বাগেরহাটের চিতলমারীতে পুরণো বিরোধের জের ধরে উপজেলার খিলিগাতী গ্রামের আওয়ামী লীগ নেতা জলিল ফকিরের বাড়িতে প্রতিপক্ষরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় গত ৮ ফেব্রুয়ারী সোমবার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ পত্রে জানা গেছে, পুরণো বিরোধের জের ধরে চিতলমারী সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সহ-সভাপতি খিলিগাতী গ্রামের বাসিন্দা জলিল ফকিরের বাড়িতে গত ৬ ফেব্রুয়ারী সন্ধ্যায় প্রতিপক্ষের রবিউল হাওলাদার দলবল নিয়ে হামলা চালায় ও লুটপাটের চেষ্টা করে। এ সময় বাড়ির লোকজনের আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
এ ব্যাপারে জলিল ফকির জানান, পূর্বশত্রুতার জের ধরে রবিউল গং ইতঃপূর্বে আমাদের বাড়িতে কয়েকদফা হামলা ও লুটপাট চালিয়েছে। গত ৬ ফেব্রুয়ারী পূনরায় অতর্কিত হামলা চালায়। বর্তবানে আমরা চরম নিরাপত্তা হীনতায় ভুগছি।
এ বিষয়ে রবিউলের সাথে ফোনে কথা হলে তিনি হামলার ঘটনা অস্বীকার করে জানান, তাদের বিরুদ্ধে মিথ্য অভিযোগ আনা হয়েছে।
চিতলমারী থানার ওসি মীর শরিফুল হক জানান, জলিল ফকিরের বাড়িতে হামলার খবর পাওয়ার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।