ঝিনাইদহ কালীগঞ্জে আবার অন্য বছরের ন্যায় এবাবার ও গুনে পুড়ে ক্ষতিগ্র¯ এমন আশঙ্কা ও আতংকগ্রস্থ হয়ে পড়েছে পানের বরজ, আখক্ষেত,ব্যবসা প্রতিষ্ঠান এবয় বাসাবাড়ির লেঅকজন। প্রায়দিনই কোথাও না কোথায় আগুনের সুত্রপাত ঘটতেই আছে। এতেকরে সাধারন সানুষ আতংকগ্রস্থ হয়ে পড়ছে। বিগত ৩ বছর এভাবে পানের বরজ ও আখ ক্ষেত প্রতিপক্ষ শত্রুতা পরিকল্পিত ভাবে এভাবে পানবরজ ও আখ ক্ষেত পুড়িয়ে ক্ষতি করতো। এবার ও সে বছরের মত শুরু হয়েছে। সাধারন কুষকরা এর প্রতিকার চায়।
সোমবার সন্ধা সাড়ে ৬ টারদিকে মোবারবগঞ্জ চিনিকলে ভয়াবহ আগুন ধোরে ব্যাপক ক্ষতি হয়। একইদিন শহরের নদী পাড়ায় একটি বাড়িতে আগুন লেঘে বাড়ির মালামালসহ অনেক টাকার ক্ষতিহয়। ৫ ফেব্রুয়ারি দুলালমুন্দিয়া পানবরজে আগুন লেগে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। দীর্ঘ সময় চেষ্টা পরে ফায়ার সাভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রনে আনে। মঙ্গলবার দুপুরে মল্লিকপুর একটি আখ ক্ষেতে আগুন লেগে মোটা অংকের টাকার ক্ষাতহয়। এতে করে সাধারন কৃষকরা মারাতœক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। বেশির ভাগ সময় শোনা যায় নেশা সেবন কারিদের কারণে ও অনেকে শত্রুতাবশত ভাবে পান বরজে আগুন লাগিয়ে ক্ষতিকরে। পান বরজ মালিক ফিরোজআহম্মেদ বলেন, বরজ নিয়ে তারা নানা শংকিত রয়েছে।
কালীগঞ্জ ফায়ার ষ্টেশন কর্মকর্তা শেখ মামুনুর রশিদ জানান, আগুন বিভিন্ন কারণে লাগতে পারে। তারা তাদের সঠিক দায়িত্ব পালন করে থাকেন জনসাধারনের উপকারের জন্য।