ঝিনাইদহের কালীগঞ্জ শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এলাকা থেকে ইয়াবাসহ আলমগীর হোসেন (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে ঝিনাইদহ গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সোমবার সন্ধায় তাকে আটক করা হয়। আটক আলমগীর হোসেন উপজেলার চাপরাইল এলাকার মৃত গোলাম নবীর ছেলে।
ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কালীগঞ্জ শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দক্ষিণ পাশের পিচ রাস্তার উপর থেকে ৫৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।