শ্রীমঙ্গলে জাতীয় পরিচয় পত্র (স্মার্ট কার্ড) বিতরন কার্যক্রমের শুভ উদ্বোধন হয়েছে।
আজ দুপুর ১২টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে স্মার্ট কার্ড বিতরন কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নজরুল ইসলাম।
সম্মানিত অতিথি হিসেবে উপস্হিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব, জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা তপন জ্যোতি অসীম প্রমুখ।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাচন কর্মকর্তা তপন জ্যোতি জানান, উপজেলায় ২ লাখ ১২ হাজার ১৯৩টি স্মার্ট কার্ড বিতরন করা হবে।