মঙ্গলবার বিকেলে গলাচিপার বাউরিয়া গ্রামে আগুনে পুড়ে চারটি বসত ঘরে সম্পূর্ণ ভষ্মিভূত হয়েছে। ঘরে থাকা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে ভষ্মিভূত হওয়া ঘরের পরিবারগুলোর জন্য শুকনো খাবার ও কম্বল নিয়ে ঘটনা স্থলে গেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার বাউরিয়া গ্রামের দেলোয়ার হাওলাদারের ঘরে থাকা গ্যাস সিলি-ার থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুনের তীব্রতা বাড়লে দেলোয়ারের ঘরের একটি গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণের পরই চারদিকে আগুন ছড়িয়ে পরে। এতে পাশাপাশি থাকা দেলোয়ারের ঘরসহ কাওসার হাওলাদার, লিটন হাওলাদার, আনসার হাওলাদারের বসত ঘর আগুণের্ পুড়ে ভষ্মিভূত হয়। এতে ওই পরিবারগুলোর প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে বরগুনার আমতলী উপজেলার ফায়ারসার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে একঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘর মালিক দেলোয়ার হাওলাদার বলেন, দুপুরের পর হঠাৎ করে ঘরের মধ্যে আগুন জ¦লে ওঠে। ডাকচিৎকার দিলে এলাকার লোকজন আগুন নিভানোর চেষ্টা করে। এহন রাইতে থাহার মতো আশ্রয় নাই। আমার সব শ্যাষ।’
গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার বলেন, ‘আগুনের খবর পেয়েই আমরা ঘটনাস্থলে পরিদর্শন করেছি। চার পরিবারের জন্য শুকনো খাবার ও কম্বলের ব্যবস্থা করা হয়েছে। পরবর্তীতের অন্যান্য সহায়তা করা হবে।’