খুলনার পাইকগাছায় রাড়-লী গ্রামে গ্রীল কেটে ভ্যান চুরির চেষ্টাকালে হাতে-নাতে মফিজুল নামে এক যুবককে আটক করা হয়েছে। মফিজুল সোলাদানা ইউপির বয়ারঝাপা গ্রামের মৃত. কওসার গাজীর ছেলে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। রাড়-লীর মৃত. আরমান গাজীর ছেলে বাড়ী মালিক মুহিদ গাজী জানান, সোমবার গভীর রাতে কাতারী যন্ত্র দিয়ে মফিজুল ঘরের গ্রীল কেটে ভ্যান চুরির চেষ্টা করেন। এ সময় আমরা তাকে হাতে-নাতে আটক করি। অন্যরা পালিয়ে যায়। খবর পেয়ে রাড়ুলী ক্যাম্প পুলিশের আইনি এসআই তাইজুল ইসলাম ও এএসআই গোলাম রসুল মফিজুলকে আটক করে পুলিশ হেফাজতে নেয়। এ ঘটনায় বাড়ীর মালিক মুহিদ গাজী মফিজুলের বিরুদ্ধে থানায় চুরির মামলা করেছেন। ইন্সপেক্টর (তদন্ত) মো. আশরাফুল আলম জানান, চুরির মামলায় গ্রেফতারকৃত আসামি মফিজুলকে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।