কয়রা-পাইকগাছার সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন কয়রার আইনশৃঙ্খলা ভাল রাখতে মাদক সন্ত্রাসের বিরুদ্ধে সকলকেই রুখে দাড়াতে হবে। মাদক নির্মুল করা না গেলে যুব সমাজ ধংবস হয়ে যাবে। মাদক ও নারী নির্যাতনকারী যেই হোক তাদেরকে কোন প্রকার ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন,বর্তমান সরকার কয়রার ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ নির্মানে মেঘা প্রকল্প গ্রহন করেছে। বর্তমানে প্রকল্পটি পরিকল্পনা মন্ত্রনালয়ে পক্রিয়াধীন রয়েছে। টেকসই বেড়িবাঁধের প্রকল্প চলতি মাসেই একনেকে পাশকরা হবে। আর এটি পাশকরা হলে আগামী মাসেই কয়রার টেকসই বেড়িবাঁধের কাজ শুরু করা হবে। গতকাল ৯ ফেব্রয়ারী বেলা ১১ টায় কয়রা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্য এমপি বাবু এ কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান এ্যাড. কমলেশ চন্দ্র সানা, কয়রা থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ রবিউল হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম আলাউদ্দিন আহমেদ,মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ¦ এ্যাড. কেরামত আলী, ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আমির আলী গাইন, মোহাঃ হুমায়ুন কবির, আব্দুল্যাহ আল মামুন লাভলু, প্রেসক্লাব সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম, অধ্যক্ষ অদ্রিশ আদিত্য মন্ডল, অধ্যক্ষ মাওলানা ইউনুছ আলী, সরকারি মহিলা কলেজের উপধাক্ষ্য এইচ,এম নজরুল ইসলাম, প্রধান শিক্ষক খায়রুল আলম,দুপ্রোকের সভাপতি আবু দাউদ মোল্যা প্রমুখ।