কিশোরগঞ্জের বাজিতপুর রাজ্জাকুন্নেছা পাইলট উচ্চ বালিকা ও কলেজে মঙ্গলবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত আগামী ১৪ই ফেব্রুয়ারি বাজিতপুর পৌর নির্বাচনকে কেন্দ্র করে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম সহ ৬ জন ট্রেইনার ২৩০ জন কে ইভিএম পদ্ধতিতে ট্রেনিং দিয়েছেন। এ সময় ইভিএম পদ্ধতিতে কীভাবে জনগণকে ভোট দেওয়ার জন্য পদ্ধতি করবেন তা তাদেরকে হাতে কলমে দেখিয়েছেন। এ ছাড়া ৫ জন উপজেলা সহকারী রির্টানিং কর্মকর্তা ২৩০ জনকে ট্রেনিং করিয়েছেন বলে জেলা অফিস সূত্রে জানাগেছে।