নীলফামারীর ডিমলা উপজেলার পূর্বছাতনাই ইউনিয়নের তিস্তা নদী বেষ্টিত ঝাড়শিংহেরশ্বর গ্রামে সোমবার দুপুরে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের সহায়তায় ৫০০ জন দুস্থ্যর মাঝে শীতবস্ত্র বিতরন করেন, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)জয়শ্রী রানী রায়। এ সময় ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম, পূর্বছাতনাই ইউপি চেয়ারম্যান প্রভাষক আবদুল লতিফ খান প্রমুখ উপস্থিত ছিলেন।