কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আদ্রা দক্ষিণ ইউপির ভোলাইন গ্রামের মুলিধরা এলাকায় মঙ্গলবার ভোরে ইমাম হোসেন ফরহাদ (১৯) নামের এক যুবক তার চাচার জমিতে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মারা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোলাইন মুলি ধরা পাড়ার মৃত মুসলিমুর রহমানের ছেলে আবদুল হক তার কৃষি জমিতে ইঁদুর নিধন করতে বিদ্যুৎসংযোগ দেয়। আবদুল হকের বৈদ্যুতিক ফাঁদে স্পৃষ্ঠ হয়ে মারা যান তার চাচাতো ভাই আবুল হোসেনের ছেলে ফরহাদ।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল ওহাব ও ইউপি সদস্য কামারুজ্জান সুমন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই পরিবার ঘটনাটি মিমাংসা করেছে। বিষয়টি ওসিকে জানানো হয়েছে।
নাঙ্গলকোট থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। এ বিষয়ে কেউ অভিযোগ না করায় মামলা হয়নি।