নোয়াখালীর সোনবাগে আগুন পোহাতে গিয়ে কাজল আক্তার (৫৫) নামের এক নারী অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। নিহত কাজল আক্তার সেনবাগ পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাদরা ছয় বাড়িয়া গ্রামের মৃত আব্দুল জলিলের স্ত্রী।
তিনি বিগত ২৩ জানুয়ারি মঙ্গলবার শীত থেকে নিবারনের জন্য নিজ বসতঘরে বাখরাবাদ গ্যাস ডিস্টিভিউনশ কোম্পানীর সঞ্চালিত লাইনের গ্যাসের চুলা জ¦ালিয়ে আগুন পোহানোর সময় অসাবধানতা বসত কাজল আক্তারের গায়ে থাকা পোশাকে আগুন ধরে গিয়ে তিনি দগ্ধ হন। এ সময় তার আত্মচিৎকারে ঘরে থাকা লোকজন তাকে উদ্ধার করে প্রথমে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেএ সেখান থেকে নোয়াখালী জেনারেল হাসপাতালের ভর্তি করান। ওই নারীর শরীরে ৩৫ ভাগ পুড়ে যাওয়ায় তাকে নোয়াখালী থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শেখ হাসিনা বার্ণ ইউনিটে ভর্তি করা হলে দীর্ঘ ১৫ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার বিকেলে তার মৃত্যু হয়।