মঙ্গলবার ভোরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা ও আটাপাড়া সীমান্তে মাদক বিরোধী অভিযান চালিয়ে গরু মোটাাজা করন ওষুধ ও ফেনসিডিল উদ্ধার করে বিজিবি জওয়ানেরা। এ সময় মীর শহিদ (৩০) নামের একজন মাদক পাচারকারীকে আটক করা হয়। সে উচনা গ্রামের আবুল কাশেমের ছেলে।
জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহম্মদ ফেরদৌস হাসান টিটো জানান, মীর শহিদ ভারত থেকে ১২৫ বোতল ফেনসিডিল নিয়ে বাংলাদেশে আসলে হাটখোলা ক্যাম্পের বিজিবি জওয়ানেরা আটক করে। অপর অভিযানে আটাপাড়া বিজিবি ক্যাম্পের জওয়ানেরা গোপালপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে গরু মোটাতাজাকরণ ডেক্সন-২৮ হাজার ও প্যারোপট্রিন-৪২ হাজার পিস ট্যাবলেট উদ্ধার করে।