জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা সদরের রাধাবাড়ী এলাকায় সোমবার বিকেলে স্বজন বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপনের উদ্বোধন করা হয়।
প্রায় ৫ লক্ষ টাকা ব্যয়ে এডিপির অর্থায়নে জেলা পরিষদের বাস্তবায়নে বিদ্যালয় প্রাঙ্গনে ভিত্তিপ্রস্থর উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আরিফুর রহমান রকেট। প্রতিষ্ঠানের সভাপতি ও স্থানীয় কাউন্সিলর আনিছুর রহমান বাচ্চুর সভাপতিত্বে সুধী সমাবেশে বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু তালেব বাবু চৌধুরী, জেলা পরিষদের সদস্য মানিক আকন্দ, পৌর আওয়ামী লীগের সভাপতি এস কে আবদুল হক, প্রধান শিক্ষক মাহমুদুল হাসান, প্রেসক্লাবের সভাপতি আবদুল হালিম সাবু।