নোয়াখালীর সেনবাগ পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আওয়ামী যুবলীগের সাবেক আহ্বায়ক আলী আক্কাস রতন, পৌরসভার সিএনজি মালিক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
সোমবার রাতে সেনবাগ পৌরসভার অজুনতলা গ্রামস্থ আলী আক্কার রতনের নিজ বাড়িতে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শ্রমিক নেতা মোহাম্মদ আলমের সভাপতিত্বে ও তারেকের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই সভায় বক্তব্য রাখেন-সেনবাগ পৌরসভার আসন্ন নির্বাচনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সেনবাগ উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক আহ্বায়ক আলী আক্কাস রতন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন-বিশিষ্ঠ্য শ্রমিক নেতা ওয়ালী উল্লাহ ভূঁইয়া, মোঃ জীবন, সেলিম,আজাদ প্রমুখ্য।এসময় সিএনজি মালিক ও শ্রমিকরা দুই হাত উছিয়ে আলী আক্কাস রতনের পক্ষে কাজ করার ঘোষণা দেন। এর আগেও আলী আক্কাস রতন সেনবাগ পৌরসভার বীর মুক্তিযোদ্ধা সহ প্রতিটি ওয়ার্ডে নারী ও পুরুষ ভোটাদের সঙ্গে ধারাবাহিক ভাবে আলাদা আলাদা ওঠান বৈঠক করে ভোটারদের সমর্থন আদায় করেন।