কালাই ও আক্কেলপুর পৌরসভা নির্বাচনী প্রচারণা শেষে ৮ ফেব্রুয়ারী সোমবার সন্ধায় ক্ষেতলাল উপজেলা পরিষদের নিজ কার্যালয়ে চেয়ারম্যান মোস্তাকিম মন্ডলের সংঙ্গে সৌজন্য স্বাক্ষাতে কেন্দ্রিয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সহ সাধারণ সম্পাদক।
১৪ ফেব্রুয়ারী কালাই ও আক্কেলপুর পৌরসভা নির্বাচনে নৌকা মার্কা প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে গণসংযোগ করতে আসেন বাংলাদেশ কেন্দ্রিয় আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল আলম সৈকত জোয়ারদার ও সহ সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ।
তাঁদের সফর সংঙ্গী ছিলেন, ক্ষেতলাল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, বাংলাদেশ কেন্দ্রিয় আওয়ামী যুবলীগের কার্যনির্বাাহী সদস্য আবু হাসান সিদ্দিকী মিলন, মোবাশ্বের হোসেন স্বরাজ, কেন্দ্রিয় সদস্য কাজী সিরাজুল ইসলাম। এ ছাড়া জয়পুরহাট জেলা আওয়ামী যুবলীগের সভাপতি প্রভাষক সুমুন সাহা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান মিলন, আক্কেলপুর উপজেলা যুবলীগের সভাপতি রানা চৌধুরী প্রমুখ।