খুলনা-৬ কয়রা-পাইকগাছা জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আকতারুজ্জামান বাবু বলেছেন, আওয়ামী লীগ সরকার সব সময় খেলাধুলাকে গুরুত্ব দেয়, কারণ এর মাধ্যমে আগামীর নাগরিকরা যেন যোগ্য গড়ে উঠতে পারে। কেননা খেলাধুলাই পারে একটা সুস্থ জীবন দিতে। সোমবার মুজিব শতবর্ষ উৎযাপন উপলক্ষে কয়রা উপজেলা বামিয়া জি, আই, বি ক্লাবের আয়োজনে বামিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহযোগিতায় এবং ক্লাবের উপদেষ্টা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ এইচ এম নজরুল ইসলামের সার্বিক দিক নির্দেশনায় ৪ দলীয় লক্ষ টাকার ফুটবলের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বামিয়া জি, আই, ক্লাবের সভাপতি জিয়াউর রহমানের সভাপতিত্বে খেলায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম এম মোহসিন রেজা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস, নকয়রা থানা কর্মকর্তা ইনচার্জ মোঃ রবিউল হোসেন, উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক এসএম হারুন অর রশীদ, সংস্কৃতি সম্পাদক প্রভাষক শাহাবাজ আলী, মহারাজপুর ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ আবদুস সামাদ গাজী, কয়রা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ এইচ এম নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা জাফরুল ইসলাম পাড়, প্রধান শিক্ষক খায়রুল আলম,নির্মল কুমার, জহিরুল ইসলাম, ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু,সাধারন সম্পাদক আমিনুল হক বাদল,ক্লাবের সাধারন সম্পাদক রোকনুজ্জামান প্রমুখ। লক্ষ টাকার ৪ দলীয় ফাইনাল খেলায় প্রতিদ্বন্দীতা করেন, শ্যামনগর উপজেলা ফুটবল একাদশ বনাম কয়রার বাগালী আগমনী যুব সংঘ। খেলায় দেশীয় খেলোয়ারদের সাথে ১৩ জন নাইজেরিয়ার খেলোয়াড় খেলায় অংশ করেন। খেলায় কয়রা বাগালী আগমনী যুব সংঘ ১ গোলে জয়লাভ করে পুরুস্কার জিতে নেন। হাজার হাজার দর্শক আনন্দঘোন পরিবেশে খেলাটি উপভোগ করেন।