বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালি বাস স্ট্রান্ড সংলগ্ন তিলের খাজা কারখানার ম্যানেজার ক্যাশ থেকে মোটা অংকের নগদ টাকা ও ক্যাশ বাক্স ভেঙে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গভীর রাতে লাপাত্তা। কারখানায় থাকা অন্যান্য কর্মচারিরা হতবাক, ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানের দরিদ্র মালিক এখন দিশেহারা। এ ঘটনায় ফকিরহাট মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
ভুক্তভোগী কারখানার শ্রমিক ও মালিক সূত্রে জানা যায়, বাগেরহাটের খুলনা মোংলা মহা সড়কের প্রধান জংশন কাটাখালি বাস স্ট্রান্ডে গড়ে উঠেছে ছোট বড় অনেক ব্যবসা প্রতিষ্ঠান। স্থানীয় কয়েকজন হকার মিলে কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা নামে কাটাখালিতে একটি কারখানা গড়ে তোলেন সেখানে কর্মরত ছিল কুষ্টিয়ার কয়েকজন দক্ষ শ্রমিক। স্থানীয়ভাবে নওয়াপাড়া শেখের ডাঙ্গা গ্রামের আহম্মেদ শেখের পুত্র তাজুল হকার ছিল এই কারখানার মালিক। কারখানায় কর্মরত অধিকাংশ শ্রমিক ছিল কুষ্টিয়ার বাসিন্দা। এরমধ্যে ম্যানেজারের দায়িত্ব পালন করত কুষ্টিয়া সদরের চরমিল পাড়া এলাকার নায়েব আলীর পুত্র মনিরুল (২৭)। ম্যানেজার মনিরুল অন্যান্য শ্রমিকদের সাথে প্রতিদিনের ন্যায় ওই কারখানাতেই ঘুমাত। সে গত শনিবার ৬ ফেব্রুয়ারী গভীর রাতে সকলে ঘুমিয়ে যাওয়ার পর নিজের দায়িত্বে থাকা কয়েকদিনের মাল বিক্রয়ের নগদ ৮০ হাজার টাকা ও ক্যাশ বাক্স ভেঙে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় কারখানা মালিক তাজুল বাদী হয়ে ম্যানেজার মনিরুলের নামে ফকিরহাট মডেল থানায় অভিযোগ দায়ের করেন।