কারিগরিমুক্ত নার্সিং শিক্ষার দাবিতে ময়মনসিংহ নগরীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে নার্সিং কলেজ ও ইন্সটিটিউটের শিক্ষার্থীরা। সোমবার সকালে নগরীর শহীদ ফিরোজ-জাহাঙ্গীর সড়কে ময়মনসিংহ স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি তানভীর আহম্মেদ, সাধারন সম্পাদক অদত্ত চন্দ্র দাস, সহ-সভাপতি আল আমিন রবিন, সাবেক সভাপতি এনামুল হক, সহ-সম্পাদক গোলাম রব্বানী ও সাগর হাসান, প্রচার সম্পাদক সাগেল চিসিক ও তৌহিদ সৌরভ প্রমুখ। বক্তারা কারিগরি শিক্ষা বোর্ডের পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্সের স্টুডেন্টসদের বাংলাদেশের নার্সিং কাউন্সিল থেকে নার্সিং লাইসেন্স ও ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটরদের ডিপ্লোমা ইন মিডওয়াইফ সমমান দেওয়ার সিদ্ধান্ত বাতিল এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারী কাউন্সিলের অধিনে নার্সিং শিক্ষার্থীদের স্থগিত হওয়া কমপ্রিহেনসিভ লাইসেন্স পরীক্ষা অবিলম্বে গ্রহণের দাবি জানান এবং শিক্ষার্থীরা জনগণের স্বাস্থ্যসেবা সুরক্ষায় এবং নাসিং পেশার মান-মর্যাদা রক্ষার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন। পরে শিক্ষার্থীরা মিছিলসহকারে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।