করোনা মহামারিতে বিশ্বে এ পর্যন্ত প্রাণ গেছে ২৩ লাখের বেশি মানুষের। আক্রান্ত হয়েছে ১০ কোটি ৫৩ লাখের বেশি মানুষ। প্রতিদিন পাঁচ লাখের বেশি মানুষ আক্রান্ত হচ্ছে। করোনা ভাইরাসে যখন এমন বিপর্যস্ত অবস্থা তখন কিছুটা আশা জাগিয়েছে করোনার ভ্যাকসিন বা টিকা। গত মাসে বাংলাদেশে সীমিত পরিসরে কিছু টিকা দেওয়া হলেও গণটিকাদান কর্মসূচি শুরু হয়েছে রোববার। এর মধ্যে তিন লাখেরও বেশি মানুষ টিকা নেওয়ার জন্য নিজেদের নাম নিবন্ধন করিয়েছে। সারা দেশেই একযোগে শুরু হয় এই কার্যক্রম। সাধারণ মানুষকে টিকা নিতে উৎসাহিত করার জন্য কর্মসূচির শুরুতেই টিকা নেন মন্ত্রী, আমলা ও জনপ্রতিনিধিরা। প্রথম মাসে ৩০ লাখ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
উন্নত কয়েকটি দেশে ডিসেম্বরে টিকাদান কর্মসূচি শুরু হলেও অনেক দেশ এখনো টিকার সরবরাহ পায়নি। সেদিক থেকে বাংলাদেশ ভাগ্যবান, এরইমধ্যে ৭০ লাখ ডোজের বেশি টিকা হাতে চলে এসেছে। এ মাসে আসছে আরো ৫০ লাখ ডোজ। ভারতের সেরাম ইনস্টিটিউট মোট তিন কোটি ডোজ টিকা দেবে। কোভ্যাক্সের মাধ্যমে পাওয়া যাবে আরো প্রায় দুই কোটি ডোজ টিকা। অন্যান্য উৎস থেকেও টিকা সংগ্রহের চেষ্টা চলছে। এ ছাড়া বেসরকারি পর্যায়েও টিকা আমদানির প্রক্রিয়া চলছে। ১৮ বছরের কম বয়সী ও গর্ভবতীদের বাদ দিলে দেশে টিকার আওতায় আসবে প্রায় ১০ কোটি মানুষ। আশা করা যাচ্ছে, এই পরিমাণ টিকা সংগ্রহে খুব একটা সমস্যা হবে না; কিন্তু সমস্যা হবে টিকা দেওয়া নিয়ে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক জরিপে দেখা গেছে, নিম্ন আয়ের মানুষের মধ্যে টিকা নেওয়ার আগ্রহ কম। তাদের উদ্বুদ্ধ করার জন্য পর্যাপ্ত প্রচার কার্যক্রমও নেই। অন্যদিকে টিকা নিয়ে নানা ধরনের অপপ্রচারও রয়েছে। বিরোধী কিছু রাজনৈতিক দলের মধ্য থেকেও একধরনের নেতিবাচক প্রচারণা রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে না বুঝেও বিভ্রান্তি ছড়াচ্ছে। অথচ বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কর্মসূচি সফল করার জন্য কমপক্ষে ৮০ শতাংশ মানুষকে এই কর্মসূচির আওতায় নিয়ে আসতে হবে।
বিশেষজ্ঞরা মনে করেন, টিকা কার্যক্রম শুরু হলেও করোনা প্রতিরোধে যেসব নিয়ম-কানুনের কথা বলা হচ্ছিল সেগুলো মেনে চলতেই হবে। বিশেষ করে মাস্ক পরা, বারবার হাত ধোয়া এবং সামাজিক দূরত্ব মেনে চলা এখন আরো বেশি প্রয়োজন। তার কারণ মানুষ এখন অনেক বেশি ঘরের বাইরে যাচ্ছে, চলাফেরা ও মেলামেশা করছে। তাই সংক্রমণের ঝুঁকিও বাড়ছে। অথচ দেখা যাচ্ছে, মানুষ মাস্ক পরা প্রায় ছেড়েই দিয়েছে। নো মাস্ক নো সার্ভিস- এমন বিধানের কারণে অফিস-আদালতে মাস্কের চর্চা কিছুটা থাকলেও রাস্তাঘাট, হাট-বাজার, গণপরিবহন বা সামাজিক মেলামেশার স্থানগুলোতে তা প্রায় নেই বললেই চলে। সামাজিক সচেতনতার ওপর আমাদের আরো বেশি জোর দিতে হবে। পাশাপাশি টিকা কার্যক্রমে মানুষকে উদ্বুদ্ধ করতে প্রচার কার্যক্রম বাড়াতে হবে।