সারা দেশের ন্যায় কচুয়ায়ও স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে কচুয়া হাসপাতালে অডিটরিয়ামে করোনার (কোভিট-১৯)টিকা উদ্বোধন করেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিৎ দেবনাথ। কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিৎ দেবনাথ নিজে সর্বপ্রথম টিকা নিয়ে এ উদ্বোধন করেন। এরপর পরপর টিকা নেন কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মঞ্জুরুল আলম. কচুয়া থানা কর্মকর্তা ইন চার্য মোঃ মনিরুল ইসলাম, কচুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত)সরদার ইকবাল হোসেন,কচুয়া আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডাঃ মনিরুল ইসলাম পাইক,উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক পুলিন বিহারী সাহা,কচুয়া ইউএনও অফিসের সিএ মোঃ আলী সহ উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা কর্মচারী, নার্স, শিক্ষক ও রাজনৈতিক ব্যক্তিত্ব।
১ম দিনই ৭০ জন এই করোনার টিকা গ্রহন করেন। আর এভাবেই ১ম ধাপে উপজেলার ৩ হাজার লোককে করোনার (কোভিট-১৯)টিকা দেওয়া যাবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিৎ দেবনাথ আমাদের প্রতিনিধিকে জানান।
কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মঞ্জুরুল আলম আমাদের প্রতিনিধিকে জানান, কচুয়া হাসপাতালে শুক্রবর বাদে প্রতিদিন রেজিস্ট্রেশনকৃত প্রত্যেককে করোনার (কোভিট-১৯)টিকা দেওয়া যাবে।