৭ ফেব্রুয়ারি-২১ রোববার জাতির বহু প্রতিক্ষিত এক মহেন্দ্রক্ষণে খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে কোভিড-১৯ টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. নীতিষ চন্দ্র গোলদার, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ও স্বাস্থ্যকমপ্লেক্সে সিনিয়র স্টাফ নার্স রেহানা ও রুনু করোনা ভ্যাকসিনের টিকা গ্রহণ করে সকলকে টিকা নেওয়ার আহবান জানিয়ে তাদের অনুভুক্তির কথা ব্যক্ত করেন।