খুলনার পাইকগাছায় দেলুটি ইউপির হাঁটবাড়ীতে স্থানীয় ওর্য়াড আওয়ামী লীগ সম্পাদক ও ইউপি সদস্য সুপদ রায় বাড়ীতে হামলা ও ভাংচুররে ঘটনা ঘটেছে। ঘটনার সময় দুর্বৃত্তদের হাতে তার ভাই ব্রজেন রায়, ব্যবসায়ী মহাদেব দম্পত্তি প্রমিলা ও শিখা রায় সহ অনেকে আহত হয়েছেন। নারী ঘঠিত জের ধরে শনিবার রাত ৮ টার দিকে দেলুটির সৈয়দ খালী ও তেলীখালী গ্রামের একরামুল শেখ, ওলিয়ার, হাবি এনামুল, ফিরোজ, শামিম সহ একাধিক যুবক এ হামলা ও মারপিটে অংশগ্রহণ করে বলে অভিযোগ পাইকগাছা থানা ইন্সপেক্টর (তদন্ত) মো. আশরাফুল আলম রোববার সকালে হাসপাতালে চিকিৎসাধীন আহতদের খোঁজখবর নিয়েছেন।