খুলনার পাইকগাছায় মুজিববর্ষে নির্মিত হচ্ছে বঙ্গমাতা ইকোপার্ক। মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্ত উপলক্ষে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এর নির্দেশনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর তত্ত্বাবধায়নে উপজেলায় সোলাদানা ইউনিয়নের বেতবুনিয়া সংলগ্ন ঐতিহ্যবাহী শিবসা নদীর তীরে ২৬ একর জমির উপর জাতির জনকের সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেসা মুজিব এর নামে নির্মাণ করা হচ্ছে বঙ্গমাতা ইকোপার্ক। পার্ক নির্মাণ কাজ বাস্তবায়ন করছে পাইকগাছা উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান, এটি মূলত মিনি সুন্দরবনের আদলে শিবসা নদীর তীরে গড়ে তোলা হচ্ছে ইকোপার্কটি। এখানে থাকবে ম্যানগ্রোভ প্রজাতির বিভিন্ন গাছের সমারোহ, পর্যটকদের বসার জন্য গোল ঘর, চলাচলের জন্য ওয়াকিং ট্রেইল, নৌভ্রমণের জন্য ওয়াটার রাইড, যাতায়তের জন্য দৃষ্টিনন্দন সড়ক, এ ছাড়া চিত্য বিনোদনের জন্য নানা ব্যবস্থা থাকবে। এইমুহুর্তে থাকার কোনো ব্যবস্থা না থাকলেও খাওয়ার সুব্যবস্থা থাকবে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ইকোপার্কটি পর্যটক ও দর্শনার্থীদের জন্য ওপেন করার লক্ষে পার্কের যাবতীয় কাজ দ্রুত গতিতে এগিয়ে নেওয়া হচ্ছে বলে ইউএনও জানান। ৫ ফেব্রুয়ারি প্রস্তাবিত ইকোপার্কের নির্মাণ কাজ ও সংযোগ সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস ও ইউপি চেয়ারম্যান এস এম এনামুল হক।