ভৈরবে কোভিড-১৯র টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। মহামারি করোনা ভাইরাস থেকে নিজেদের সুরক্ষার পাশাপাশি পরিবার ও দেশের মানুষের সুরক্ষা নিশ্চিতের লক্ষ্যে সারাদেশের ন্যায় ভৈরবে ও কোভিড -১৯র টিকাদান কমৃসূচীর শুরু হয়েছে। রোববার প্রথম দিনে ২২ জনকে করোনার প্রথম ডোজ ভ্যাকসিন (টিকা ) প্রদান করা হয়েছে।
টিকা গ্রহণকারীদের মধ্যে প্রথমে টিকা গ্রহণ করেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মির্জা সোলায়মান, এ ছাড়া ও চিকিৎসক,নার্স,পুলিশ ,গণমাধ্যম কর্মী ও জনপ্রতিনিধি সহ সম্মুখ যোদ্ধা রয়েছেন।। ভৈরবে ৯ হাজার ৫শ করোনার ভ্যাকসিন বরাদ্ধ দেয়া হয়েছে। এর মধ্যে ৫ শতাধিক নিবন্ধন করেছেন।
সোমবার সকাল ৮ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ট্রমা হাসপাতাল সেন্টারে প্রতিদিন দেড়/২শ জনকে টিকা প্রদান করা হবে আজ রোববার স্থানীয় ট্রমা হাসপাতালে এ টিকাদান কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা। এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ¦ মোঃ সায়দুল্লাহ মিয়া,পৌরসভার মেয়র এ্যাড. ফখরুল আলম আক্কাছ ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ খোরশেদ আলম।
টিকা গ্রহণকারীরা জানান,টিকা নেওয়ার পর তাদের কোন রকম পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি। তাঁরা সবাই সুস্থ আছেন ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ খোরশেদ আলম জানান, ভৈরবে ৯ হাজার ৫শ করোনার ভ্যাকসিন বরাদ্ধ দেয়া হয়েছে। এর মধ্যে ৫ শতাধিক নিবন্ধন করেছেন। আজ ২২ জন করোনার টিকা গ্রহণ করে সবাই এখন পর্যন্ত সুস্থ আছেন। পর্যায়ক্রমে আগামীকাল সকাল ৮ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত টিকাদান কর্মসূচি চলবে। প্রথম দিনে ২২ জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৪ সপ্তাহ পর তাদেরকে ২য় ডোজ প্রদান করা হবে। আতঙ্কিত না হয়ে সবাইকে টিকার আওতায় আসার আহবান জানান তিনি।