ঝিনাইদহ শহরের কাঞ্চননগর এলাকায় তৃতীয় তলার ছাঁদ থেকে পড়ে জাসিম হোসেন (০৪ নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার সকালে শহরে কাঞ্চননগর এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত জাসিম ওই এলাকার মোঃ গোলাম আজমের ছেলে। স্থানীয়রা জানায়, ওই শিশুটি সকালে নিজ বাসার তৃতীয় তলার ছাদে উঠে খেলা করছিল। এ সময় ছাদের উপর থেকে নিচেই পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধদার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ঝিনাইদহ সদর থানার র্ভারাপ্ত কর্মকতা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, খরব পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।