ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য সহকারি, শিক্ষক, গণমাধ্যম কর্মি, মুক্তিযোদ্ধদেরকে কোভিট-১৯ ভ্যাকসিন প্রদানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল।
৭(ফেব্রুয়ারী) রোববার সকাল সাড়ে ১১টায় ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমম্পেক্সে অনুষ্ঠেয় করোনা ভ্যাকসিন প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মজিদ মোল্লা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. লায়লা আঞ্জুমান, ডাঃ জোবায়ের আল ফয়সাল, ডাঃ আনোয়ার গালিব, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আজাহার আলী, মোফাজ্জল হোসেন, আরো উপস্থিত ছিলেন, ক্ষেতলাল ডায়াবেটিক সমিতির কো-অর্ডিনেটর আজিজুল হক, সাংবাদিক হাসান আলী, আখতারুজ্জামান তালুকদার, রাজিবুল ইসলাম রাজু প্রমুখ।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আতাউর রহমান বলেন, গত কাল পর্যন্ত রেজিস্ট্রেশন ভুক্ত ২৮৭ জনকে করোনা ভ্যাকসিন নিতে ম্যাসেজ পাঠানো হয়েছে। তাদের আজকে ভ্যাকসিন নেওয়ার কথা।