সারাদেশের ন্যায় ঝিনাইদহের হরিণাকুন্ডুতেও মহামারি করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। রোববার প্রথম দিনে টিকা নিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, পৌর মেয়র ফারুক হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জামিনুর রশিদসহ ৩৫জন। সকাল ১০ টায় স্বাস্থ্য কমপ্লেক্স চত্তরে নিজে টিকা নিয়ে এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন। এ সময় ইউএনও সৈয়দা নাফিস সুলতানা, নব-নির্বাচিত পৌরমেয়র ফারুক হোসেন, ওসি আবদুর রহিম মোল্লা প্রমূখ উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ জামিনুর রশিদ জানান, প্রথম পর্যায়ে করোনাভাইরাসের টিকা নেওয়ার জন্য ২৪২ জন রেজিস্ট্রেশন করেছেন। প্রথম দিন রোববার ৯৯ জনকে টিকা নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। এর মধ্যে উপজেলা চেয়ারম্যান, মেয়র, স্বাস্থ্যকর্মী, পুলিশ সদস্যসহ ৩৫জন টিকা নিয়েছেন।