নানা জল্পনা-কল্পনা আর মনের সন্দেহ শেষে জয়পুরহাটের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভারত সরকারের উপহার দেওয়া অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা টিকাদান কর্মসূচি উদ্বোধন হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভবনে জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. মিনফুজুর রহমান মিলন এই কর্মসূচির উদ্বোধন করবেন।
কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জানায়, মহামারী করোনা টিকা ৩শ ৭৬টি শিশির মাধ্যেমে প্রতিটি শিশির ১০জন করে প্রথম ডোজ জন প্রতি ০.৫এমএল প্রতিশেধক পাবেন। একই ব্যাক্তি এই প্রতিশেধক আগামী ৪ সপ্তাহ পর আবার দ্বিতীয় ডোজ নিতে হবে। প্রথম দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা যোদ্ধা ৪৯ জন টিকা নিয়েছেন। তবে ১৮ বছরের কম, গর্ভবতী ও যাঁরা শিশুকে স্তন্যপান করান এবং ওষুধ-বিশেষ খাবার বা ভ্যাকসিনে যাঁদের অ্যালার্জি হয় তাঁরা টিকা নিতে পারবেন না। টিকা দানের আগেই জাতীয় পরিচয়পত্রের তথ্য দিয়ে অনলাইন ‘সুরক্ষা’ প্ল্যাটফর্ম মাধ্যোমে নিবন্ধনের করতে হবে।
এইসময় উপস্থিত ছিলেন, কালাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু তাহের মো.তানভীর হোসেন, কালাই থানা কর্মকর্তা ইনচার্র্জ মো. সেলিম মালিক, উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ আশিক আহমদ জেবাল বাপ্পী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. মো. নুর আলম, উপজেলা পরিবার পরিকল্পনার মেডিকেল কর্মকর্তা ডা. সালমা আক্তার প্রমুখ।