দিঘলিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকা- ঘটে।এ অগ্নিকা-ের ফলে একটা রান্না ঘর আগুনে পুড়ে গেছে। সরেজমিনে দেখা যায় দিঘলিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা জুম্মান শেখের বসত বাড়ির একটি রান্না ঘরে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এ সময় মূহুর্তের মধ্যে আগুন ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে। তাৎক্ষনিকভাবে আশপাশের সাধারণ মানুষ ছুটে এসে বাড়ির পাশের পুকুর থেকে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। খবর পেয়ে দিঘলিয়ার ফরমাইশখানা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনা স্থলে পৌছায়। দিঘলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।