নোয়াখালীর সেনবাগে করোনা টিকা প্রদান কার্যক্রমের আনুষ্টানিক উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওই করোনা টিকা দানের উদ্বোধন করেন নোয়াখালী -২ (সেনবাগ - সোনাইমুড়ী আংশিক) আসনের এমপি আলহাজ¦ মোরশেদ আলম। করোনান প্রথম টিকা গ্রহন করেন সেনবাগের কানুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আনোয়ার হোসেন। সেনবাগে আজ পর্যন্ত করোনার টিকা গ্রহনের জন্য ২৮৬ জন অনলাইনে নিবন্ধন করেন। ইতোমধ্যে সেনবাগে ৯৪৭০ ডোজ করোনা ভ্যাকসিন এসে পৌছেছে।
টিকা দান অনুষ্ঠান উপস্থিত ছিলেন - সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম মজুমদার, সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মতিউর রহমান, সেনবাগ উপজেলা রোগ নিয়ন্ত্রণ কর্মকর্তা ডাক্তার নির্ময় পাল আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাক্তার রফিকুল ইসলাম।