জয়পুরহাটের ক্ষেতলালে ৬৮ বছর বয়সী এক বৃদ্ধ প্রতিবন্ধি শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গ্রাম সালিশের নিস্পত্তি করার চেষ্টা, অতপর থানায় মামলা।
ক্ষেতলাল পৌরসভার খলিশাগাড়ী মহল্লার মৃত ছমির উদ্দিনের ছেলে ছহির উদ্দিন (৬৮) একই মহল্লার মোফাজ্জল হোসেন তালুকদারের প্রতিবন্ধি শিশু কন্যা আঞ্জুআরা (১৩)’র সঙ্গে এ ঘটনা ঘটে।
ওই মহল্লার খায়রুল ইসলাম ও একাধিক ব্যক্তি প্রতিবেদকে বলেন, প্রতিবন্ধি আঞ্জুআরা’র বিষয় গ্রামে নিস্পত্তি করারর জন্য একাধিক বার সালিশ বসানো হয়। সালিশে আঞ্জুআরা শিকারুক্তি করেন, অভিযুক্ত বৃদ্ধ ছহির উদ্দিন বিভিন্ন প্রলোভন দেখিয়ে মেয়েটিকে একাধিক বার ধর্ষণ করে। ৩১ জানুায়রী রোববার সকাল ১১টায় ভ্যান চালক বাবা মোফাজ্জল হোসেন ও মা আফরুজা বেগম বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্ত বৃদ্ধ ছহির উদ্দিন মেয়েটিকে বাড়ীতে একা পেয়ে সেখানে আবার তাকে ধর্ষণ করে। ঘটনাটি মা আফরুজা বাড়ীতে এলে প্রতিবন্ধি আঞ্জুআরা বিষয়টি জানায়। পরবর্তীতে তার বাবা ও মা আফরুজা মহল্লাবাসির নিকট বিচার চাইলে বিষয়টি এলাকায় জানাজানি হয় এবং স্থানীয় ভাবে নিস্পত্তি করার জন্য ওই মহল্লায় সালিশ বসায়। সালিশে মহল্লাবাসির বেধে দেওয়া শর্ত অভিযুক্ত ছহির উদ্দিন না মানার কারণে তার মা আফরুজা বেগম বাদি হয়ে গত ৫ ফেব্রুয়ারী শুক্রবার ক্ষেতলাল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযুক্ত ছহিরকে আসামীকরে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। তারা আরো বলেন, সালিশে অভিযোক্ত ছহির উদ্দিন তার বিরুদ্ধে প্রতিবন্ধি আঞ্জুআরা দেওয়া অভিযোগ অশিকার করেন এবং তিনি নিজেকে নির্দোশ দাবি করেন।
বাদী আফরুজা বেগম বলেন, আমরা গরীব বলে আমাদের বিচার কেউ করে না। আমার প্রতিবন্ধি মেয়েকে বাসায় রেখে ক্ষেতলাল ভাত রান্না করতে যাই আর এই সুযোগে আমার মেয়ের এমন সর্বনাশ করল।
এবিষয়ে ক্ষেতলাল থানা কর্মকর্তা ইনর্চাজ নিরেন্দ্রনাথ মন্ডল অভিযোগ প্রাপ্তি স্বীকার করে বলেন, একজন প্রতিবন্ধি শিশুর মা বাদি হয়ে থানায় একটি অভিযোগ করেছে। মেয়েটিকে ডাক্তারী পরীক্ষার জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। ডাক্তারী পরীক্ষায় অভিযোগের সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।