ক্লেমন কালীগঞ্জ টি-২০ কাপ ক্রিকেট টুনামেন্টের ৪র্থ খেলাতে খুলনা আবাহনী ক্রিকেট একাদশ জয়লাভ করেছে। শনিবার তারা কোটচাদপুর ক্রিকেট একাদশকে হারিয়ে ৮ ইউকেটের এক বিশাল ব্যবধানে খুলনা জয়ী হয়।
কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের আয়োজনে শনিবার দুপুরে ভূষন মাঠে অনুষ্ঠিত খেলাতে টচে হেরে ব্যাট করতে নামেন কোটচাদপুর ক্রিকেট একাদশ। তারা ১৮ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৯৯ রান করে। জবাবে ব্যাট করতে নেমে খুলনা আবাহনী ক্রীকেট একাদশ মাত্র ১২ ওভার ২ বলে ২টি ইউকেট হারিয়ে ১০১ রান করতে সমর্থ হয়। ফলে ৮ ইউকেটের এক বিশাল ব্যাবধানে খুলনা আবাহনী ক্রিকেট একাদশ জয়লাভ করে। বিজয়ী আবাহনী দলের অধিনায়ক রাহী ৩৪ রান ও ২টি উইকেট লাভ করায় ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়। খেলা শেষে তার হাতে অনলাইন পোর্টাল ”খবর কালীগঞ্জ ডট কম” এর ক্রেস্ট তুলে দেন কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সহ-সভাপতি অজিৎ ভট্টাচার্ষ্য, সাধারন সম্পাদক লুৎফর রহমান লাড্ডু ও সহ ক্রীড়া ফেডারেশনের অন্নান্য কর্মকর্তাগন।
খেলার আম্পায়ারের দ্বায়িত্বে ছিলেন, মশিউর রহমান নয়ন ও হাসিব। অফিসিয়াল স্কোরার ছিলেন বাবু কার্তিক ভট্টাচার্ষ্য ও ধারাভার্ষ্য দেন, খোরশেদ আলম। ৭ই ফেব্রঃ রোববার টুনামেন্টের ৫ম ম্যাচে অংশ নিবে যশোর কিং ক্রিকেট একাদশ ও ঝিনাইদহ ক্রীকেট একাদশ।