বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)’র উদ্যোগে শনিবার সকালে জাতীয় ঝিনাইদহের পুরাতন ডিসি কোর্ট চত্ত্বর থেকে জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে এক মনোজ্ঞ শোভাযাত্রা এবং র্যালী শেষে জেলা স্কাউট ভবনে কেক কাটার মাধ্যমে শতবর্ষ অনুষ্ঠান উদ্বোধন করা হয়। ঝিনাইদহ জেলা শাখা সভাপতি মহি উদ্দিনের সভাপতিত্বে বাংলাদেশ শিক্ষক সমিতি অনুষ্ঠানে অতিথি ছিলেন প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন, চেয়ারম্যান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ ইসলামি বিশ্ববিদ্যালয়। বিশেষ অথিতি ছিলেন বিশেষ অতিথি হিসাবে শ্যামল কুমার রায় বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটি, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুহাঃ আবদুল মমিন, মোঃ মনিরুজ্জামান, মাসুদ করিম, আবদুর রাজ্জাক, আবদুল গণি শেখ, আলমগীর হোসেন, আলী আকবার।
উদ্বোধনী অনুষ্ঠানে নেতৃবৃন্দ বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)’র অতীত ও বর্তমান প্রক্ষাপটে তুলে ধরেন। ১৯২১ সালের ৬ ফেব্রুয়ারি রংপুর জেলার গাইবান্ধা মহকুমার গাইবান্ধা ইসলামিয়া হাই স্কুলে বিশিষ্ট শিক্ষাবিদ ও বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্রø রায় -এর সভাপতিত্বে একটি শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে “অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন (এবিটিএ)” গঠিত হয়। সভাপতি নির্বাচিত হন রায় সাহেব ঈশান চন্দ্র ঘোষ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন মনোরঞ্জন সেনগুপ্ত। তারপর অনেক চড়াই উৎরাই পেরিয়ে ১৯৫২ সালে নাম পরিবর্তিত হয়ে ইস্ট বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন (ইবিটিএ) এবং সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন সুলতান মাহমুদ ও মীর আবদুল গফুর। পরবর্তীতে ’৫২ ভাষা আন্দোলনের পর সমিতির নাম “ইস্ট পাকিস্তান টিচার্স অ্যাসোসিয়েশন (ইপিটিএ)” করা হয়। ১৯৬৫ সালে সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন যথাক্রমে অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান ও আবদুল মান্নান। এরপর ১৯৬৮ সালে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোঃ মোখলেসুর রহমান ও অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান। ১৯৭১ সালে সঙ্গত কারণে সমিতির নাম পরিবর্তন করে রাখা হয় “বাংলাদেশ টিচার্স অ্যাসোসিয়েশন (বিটিএ)” যার সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান ও মোঃ জয়নুল আবেদীন। ১৯৭৪ ও ১৯৭৬ দুই মেয়াদেই যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান ও চৌধুরী খুরশীদ আলম। আবার ১৯৭৯, ১৯৮৬ ও ১৯৮৯ তিন মেয়াদেই সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান ও মিসেস হেনা দাস। একইভাবে ১৯৯২, ১৯৯৫ ও ১৯৯৯ একাধারে তিন মেয়াদেই সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান ও চৌধুরী খুরশীদ আলম। ২০০৩ সালে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন অধ্যক্ষ এম. এ. আউয়াল সিদ্দিকী ও মোঃ আবু বকর সিদ্দিক। ২০১০ সালে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন কে এম আবুল হাসান ও রঞ্জিত কুমার সাহা। পরিতাপের বিষয় ২০১১ সালে সভাপতি কে এম আবুল হাসানের মৃত্যুতে একই মেয়াদে পর্যায়ক্রমে সভাপতির দায়িত্ব পালন করেন মোঃ হাবিবুর রহমান, আতিয়ার রহমান এবং আলী আহমেদ। ২০১৪ সালে সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন যথাক্রমে আলহাজ আবু বকর সিদ্দিক ও অধ্যক্ষ মোঃ আবুল কাশেম এবং সর্বশেষ ২০১৮ সালে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন অধ্যক্ষ মোঃ বজলুর রহমান মিয়া ও অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ।
১৯২১ সাল থেকে শিক্ষা ও শিক্ষক-কর্মচারীদের অধিকার আদায়ে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)’র রয়েছে গৌরবোজ্জল ভূমিকা। ’৫২ এর ভাষা আন্দোলন, ’৬৯ এর গণঅভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধ, শিক্ষানীতি ২০১০ সহ দেশের ক্রান্তি কালে এ সংগঠনটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের সর্বপ্রাচীন এবং সর্ববৃহৎ শিক্ষক সংগঠন হওয়া স্বত্বেও বিশেষ বিশেষ সময়ে বিটিএ ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম করেছে। বিভিন্ন সময়ে এককভাবেও শিক্ষক-কর্মচারীদের অধিকার আদায়ে কঠোর আন্দোলনের ডাক দিয়ে বিটিএ সফলকাম হয়েছে। বিটিএ হঠকারি আন্দোলন সংগ্রামে বিশ্বাস করেনা বলেই আন্দোলন সংগ্রামে নিয়ম নীতির প্রতি শ্রদ্ধাশীল। এযাবৎকাল উপজেলা থেকে শুরু করে কেন্দ ্রপর্যন্ত বিভিন্ন সময়ে সভা, সমাবেশ, মানববন্ধন, বিক্ষোভ মিছিল, প্রতিক অনশন, অবস্থান ধর্মঘট, প্রতিকি কর্মবিরতি, কলম বিরতি, অবস্থান ধর্মঘট ও মহাসমাবেশের মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের অধিকার আদায়ে সোচ্চার ছিল এবং এখন আছে। শিক্ষাব্যবস্থা জাতীয়করণের আন্দোলন সর্বপ্রথম শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) ই শুরু করেছিল এবং বিটিএ’র আহবানে সাড়া দিয়েই ২০১৭ সালে শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটি গঠিত হয় ও শিক্ষাব্যবস্থা জাতীয়করণের এক দফা দাবীতে ২০১৮ সালের ১৪ মার্চ জাতীয় প্রেস ক্লাবের সামনে এযাৎকালের সর্ববৃহৎ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। পাশপাশি সেই মহাসমাবেশকে কেন্দ্র করে সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনার পর একই বছর মাননীয় প্রধান মন্ত্রী বেসরকারি শিক্ষকদের জন্য বৈশাখী ভাতাসহ ৫% বার্ষিক ইনক্রিমেন্ট ঘোষণা করেন। নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, মাননীয় প্রধান মন্ত্রী মুজবিবর্ষেই শিক্ষাব্যবস্থা জাতীয়করণের ঘোষণা দেবেন। ব্যর্থতায় ঐক্যদ্ধভাবে কঠোর আন্দোলনের মাধ্যমে শিক্ষাব্যবস্থা জাতীয়রণ করা হবে।