কয়রা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম মোহসিন রেজা ও মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যুবলীগ নেতা জি এম আব্দুল্যাহ আল মামুন লাভলু’র পিতা আলহাজ্ব আমানুল্যাহ গাজীর জানাযা গত ৬ ফেব্রুয়ারী জোহরবাদ তার বাড়ীর পাশের মাঠে সম্পন্ন হয়েছে। তিনি স্ট্রোজ জনিত কারণে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৬ ফেব্রুয়ারী রাত আনুমানিক সাড়ে ১২ টার সময় মৃত্যুবরন করেন। তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৮৭ বছর। ব্যক্তিজীবনে তিনি একজন সমাজসেবক ও মহারাজপুর ইউনিয়নের সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য ছিলেন। মৃত্যুকালে তিনি ১ স্ত্রী, ৫ পুত্র, ৪ কন্যা ও অসংখ্য শুভাকাংখী রেখে যান। জানাযা শেষে তাঁর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মরহুমের জানাযায় অংশগ্রহণ করেন কয়রা-পাইকগাছার সংসদ সদস্য আলহাজ্ব মো. আকতারুজ্জামান বাবু, পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ারুল ইকবাল মন্টু, কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম, কয়রা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আখম তমিজ উদ্দিন, কয়রা থানার কর্মকর্তা ইনচার্জ মো. রবিউল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুস সাত্তার পাড়, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম বাহারুল ইসলাম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহা. হুমায়ূন কবীর, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. শরীফুল ইসলাম টিংকু সহ উপজেলার সর্বস্থরের কয়েক হাজার জনতা।