কয়রায় গ্যাাস সিলিণ্ডার বিস্ফোরিত হয়ে ১ টি রান্নাঘর অগ্নিকাণ্ডে ভস্মীভূত এবং ১ টি বসত ঘরের আংশিক পুড়ে গেছে। ঘটনাটি ঘটেছে গত ৬ ফেব্রয়ারী সকাল আনুমানিক সাড়ে ৮ টার দিকে উপজেলার বাগালী ইউনিয়নের চাঁদালী মৎস্য কাঁটার পাশে ইমদাদুল হক খোকনের বাড়িতে। জানা গেছে, সকালে রান্না করার সময় হঠাৎ গ্রাস সিরিন্ডার বিস্ফোরিত হয়ে রান্না ঘরে আগুন লেগে যায়। এ সময় তাদের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে আগুন নিভানোর চেষ্ঠা করে করলেও তার মধ্যে রান্নাঘর টি পুড়ে ভস্মীভূত হয়ে যায় এবং বসত ঘরের আংশিক পুড়ে যায়। এ সময় আগুনে পুড়ে ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে বাড়ির মালিক ইমদাদুল হক দাবী করেন। থানা কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. রবিউল হোসেন বলেন, ‘এ ব্যাপারে থানায় কেউ কোন অভিযোগ করেনি।’