কিশোরগঞ্জের হোসেনপুরে বারুইখালি খাল পূণ: খনন উদ্বোধন করা হয়েছে।
শনিবার (০৬ ফেব্রুয়ারি) উপজেলার আতিয়ারা ব্রীজ এলাকায় খাল পূণ:খনন উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল।
মৎস্য অধিদপ্তর কর্তৃক ২০২০-২১ অর্থবছরে জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি (২য় সংশোধিত) প্রকল্প এর আওতায় খাল পূণ: খনন কার্যক্রম বাস্তবায়ন করছে উপজেলা মৎস্য অফিস।
জেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ রিপন কুমার পাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া পারভেজ, সহকারী কমিশনার (ভূমি) মো. আবুবকর সরকার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. নজরুল ইসলাম, পুমদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হাসান মাহবুব প্রমুখ।