শনিবার দুপুর ১টায় পুলিশ প্রহরায় ৬’শত ভায়েল করোনা প্রতিরোধক ভ্যাকসিন এসেছে সরাইলে। ভ্যাকসিন গ্রহনকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল হক মৃদুল, স্বাস্থ্য কর্মকর্তা ডা: মো. নোমান মিয়া, সরাইল থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) এ এম এম নাজমুল আহমেদ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সুমন মিয়া। আজ রোববার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন (টিকা) দেওয়া শুরূ হবে। হাসপাতাল সূত্র জানায়, এক ভায়েল ভ্যাকসিন ১০ জনকে পুশ করা যাবে। সেই হিসেকে ৬’শত ভায়েল দিয়ে উপজেলার ৬ হাজার লোককে টিকা দেয়া সম্ভব। সিরিঞ্জ এসেছে ১৪ হাজার ৪শ টি। টিকা দেওয়ার জন্য হাসপাতালে কম্পাউন্ডের ভেতরে ৩টি বুথ স্থাপিত হয়েছে। হাসপাতালের বাহিরে কোথাও টিকা দেয়া হবে না। টিকা প্রদানের জন্য প্রশিক্ষণ প্রাপ্ত ২৪ জন ভেক্সিনেটর ও ৪৮ জন স্বেচ্ছাসেবী প্রস্তুত করা হয়েছে। স্বেচ্ছাসেবীদের মধ্যে রেডক্রিসেন্ট ও ব্রাকের লোকজন রয়েছে। তবে নিবন্ধন বিহীন কাউকে টিকা দেয়া হবে না। প্রথম ধাপে প্রত্যেক দিন ৪৫০ জনকে দেয়া হবে। আগামী ১০ জানুয়ারি পর্যন্ত প্রথম ধাপের টিকা প্রদান কার্যক্রম চলবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো. নোমান মিয়া বলেন, ভ্যাকসিন গুলো নিরাপদ জায়গায় রাখা হয়েছে। ইতোমধ্যে শান্তিপূর্ণ ভাবে ভ্যাকসিন (টিকা) প্রদানের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পর্যায়ক্রমে সকল শ্রেণি পেশার লোকজনকেই ভ্যাকসিন প্রদান করা হবে।