ঝিনাইদহ কালীগঞ্জে ৬০ জন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার সকালে কালীগঞ্জ উপজেলার হাসপাতাল সড়কের প্রধান কার্য্যালযে প্রবীন হিতৈষী সংঘের পক্ষ থেকে এ কম্বল বিতরণ করা হয়।
কালীগঞ্জ প্রবীন হিতৈষী সংঘের সভাপতি আনছার আলী মাস্টার সভাপতিত্বে উপজেলার ৬০ জন প্রবীন সদস্যদের মাঝে কম্বল তুলে দেন প্রবীন হিতৈষী সংঘের সাধারন সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী সদরউদ্দীন মিয়া। এ সময় উপস্তিত ছিলেন প্রবীন সংঘের সিনিয়র সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা সেকেন্দার আলী, শুকুর আলী মাস্টার, আলীমুদ্দিন মাস্টার, জিল্লুর রহমান, বীরমুক্তিযোদ্ধা ইউনুস আলী গোলাম মোস্তফা, জয়নাল আবেদীনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কম্বল পেয়ে খুশি সদস্যরা।