চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী পৌরসভা এলাকায় গতকাল ৬ ফেব্রুয়ারী শনিবার ভোররাতে চট্টগ্রামগামী একটি পিক-আপ (ঢাকা -মেট্রো-ঠ-১১-১১২৪)ভ্যানে তল্লাশী চালিয়ে ১লাখ পিস ইয়াবাসহ রবিউল ইসলাম টুটুল (৩৫ কে আটক করেছে পুলিশ। আটককৃত রবিউল পাবনা জেলার সাথিয়া থানার গুপিনাথপুর এলাকার সামশুল হকের ছেলে। এ ব্যাপারে থানায় একটি মাদক মামলা রুজু করে কোর্ট হাজতে প্রেরণ করা হয়। চন্দনাইশ থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।