চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী রেলওয়ে ষ্টেশন মাঠে রেলমন্ত্রী এ্যাড.নুরুল ইসলাম সুজন এমপি বলেছেন বিগত বিএনপি জামায়াত জোট সরকারের আমলে রেল ব্যবস্থাকে ধবংসের মুখে ঠেলে দিয়েছিল। মন্ত্রী বলেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা যাতায়ত ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে যোগাযোগ ব্যবস্থার প্রাণচাঞ্চল্য ফিরিয়ে এনেছেন। তিনি আরো বলেন চট্টগ্রাম কক্সবাজার ভায়া ঘুমধুম পর্যন্ত রেললাইন সম্প্রসারণ কাজ সম্পন্ন হলে আগামী ২২সালে মায়ারমার ,চীন,ভারত ও বাংলাদেশের সাথে সরাসরি যোগাযোগ ব্যবস্থা সহজ হবে। তিনি গতকাল ৬ ফেব্রুয়ারী শনিবার সকাল ১১টায় দোহাজারীতে ডেমু ট্রেন উদ্বোধন কালে তিনি একথা গুলো বলেন। রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্বাঞ্চল) জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ১৪ আসনের সাংসদ নজরুল ইসলাম এমপি,চট্টগ্রাম ৮ আসনের সাংসদ মোসলেম উদ্দিন এমপি ,রেলওয়ের এডিজি অপারেশণ সরদার সাহাদাত আলী ,উপজেরা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেন প্রমুখ। পরে রেলমন্ত্রী পতাকা উচিঁয়ে ট্রেমু ট্রেনের শুভ উদ্বোধন করেন।