মুজিববর্ষে ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল ম্যারাথন’ বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে শনিবার সকালে ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে ম্যারথনটি শুরু হয়ে চাঁদপুর-রায়পুর সড়কের গৃদকালিন্দিয়া বাজার গিয়ে শেষ হয়। বাংলাদেশ সেনাবাহিনীর ৪৪ পদাতিক ডিভিশনের সার্জেন্ট সালাউদ্দিন এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকষ দল ম্যারাথনটি সম্পন্ন করতে সহযোগিতা করেন। ম্যারাথনে উপজেলা নিবার্হী কর্মকর্তা শিউলী হরির নেতত্বে অংশগ্রহণ করেন সহকারি কমিশনার (ভুমি) শারমিন আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আশরাফ আহমেদ চৌধুরী. ফরিদগঞ্জ থানার কর্মকর্তা ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন, ওসি(তদন্ত) বাহার মিয়া, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুছ ছোবহান লিটন, সাবেক সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নুরুন্নবী নোমান, সাবেক সম্পাদক প্রবীর চক্রবর্তী, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: মনির উজ্জামানসহ সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, আইনশৃংখলা বাহিনীর সদস্য, বেসরকারি কর্মকর্তারা অংশ নেন।