কিশোরগঞ্জের র্যাব-১৪ সিপিসি-২ এর একটি চৌকস দল গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ৭ টার দিকে নিকলী উপজেলার মজলিশপুর আতকাপাড়া গ্রামে মৃত মোহাম্মদ আলীর ছেলে রাহাত মিয়া (৪৫) কে কবরস্থান মোড় থেকে এক কেজি গাজা সহ গ্রেফতার করেছে। এই বিষয়ে র্যাব-১৪ শনিবার ভোর রাতে নিকলী থানায় রাহাত মিয়াকে সুপর্দ করা হয়। পরে নিকলী থানার পুলিশ রাহাতের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু হওয়ার পর কিশোরগঞ্জ কোর্টে চালান দেয় পুলিশ। নিকলী থানার ওসি শামসুল আলম ছিদ্দিকী ঘটনার সত্যতা স্বীকার করেন।