নাসিরনগর সদরের হাসপাতাল রোড়ে আধুনিক সুপার মার্কেটে রড়,সিমেন্ট,ঢেউটিন,টিউবওয়েল ও পাইপ,ইট,বালু স্যানিটারীর যাবতীয় মালামাল পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয়ের উদ্দেশ্যে নিউ হাজী বুশরা ট্রের্ডাসের শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকালে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ আহামেদুল কামাল মৃধা,জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী,উপজেলা কমপ্লেক্স মসজিদের খতিব মূফতি মোখলেছুর রহমান,ফিরোজিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ ফাইজুল ইসলাম,এডভোকেট শামসই তাব্রীজ,ডেন্টাল সার্জন ডাঃ জোবায়ের আহমেদ,হাজী জাকির হোসেন মৃধা,নিউ হাজী বুশরা ট্রের্ডাসের প্রোপ্রাইটার মোঃ আনোয়ার হোসেন মৃধা,ট্যাক্স কর্মকর্তা মোঃ ইলিয়াছ মিয়া,প্রধান শিক্ষক কাওছার মিয়া,ইউপি সদস্য মিজানুর রহমানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ ইকবাল হোসাইন।
দোকানের মালিক মোঃ আনোয়ার হোসেন মৃধা জানান,সকল প্রকার সিমেন্ট,রড়,ঢেউটিন,টিউবওয়েল ও পাইপ,ইট,বালু স্যানিটারীর মালামাল পাইকারি ও খুচরা বিক্রি করা হবে।