কচুয়া উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা, পিরানহা মাছ বিক্রি ও অন্যান্য অপরাধে ৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। জানা যায় কচুয়া উপজেলার কচুয়া বাজার সহ কয়েকটি বাজরে কিছুদিন ধরে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি করছে,ব্যবসায়ীরা তাদের দোকানে দ্রব্যমুল্যের মূল্য তালিকা টানিয়ে রাখছে না, যে কোন দ্রব্যের মূল্য ইচ্ছামত বৃদ্ধি সহ মুখে মাক্স দিচ্ছে না কিছু অসাধু ব্যবসায়ী। বিষয়টি উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেড ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিৎ দেবনাথকে জানালে, তিনি সোমবার দুপুরে কচুয়া উপজেলার কচুয়া বাজারে অভিযান পরিচালনা করেন। কচুয়া উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেড ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিৎ দেবনাথ কচুয়া বাজারে অভিযান চালিয়ে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির অপরাধে রবিউল নামক এক ব্যবসায়ীকে নিষিদ্ধ পিরানহা মাছ সহ আটক করে ১হাজার টাকা জরিমানা তার ভবিষ্যতে আর না বিক্রির মুচলেখা রেখে ছেড়ে দেওয়া হয় এবং নিষিদ্ধ পিরানহা মাছগুলি উপজেলা চত্তরে পুড়িয়ে ফেলা হয়। এ সময় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা সিনিয়ার মৎস্য কর্মকর্তা প্রনাব কুমার বিশ^াস, উপজেলা মৎস্যলীগের আহ্বায়ক রিপন শিকদার, যুগ্ম আহ্বায়ক রুহুল সেখ সহ স্থানীয় নেত্রীবৃন্দ।
এছাড়া কচুয়া উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেড ও উপজেলা সহকারি কমিশনার ভুমি মাহেরা নাজনীন কচুয়া বাজারের ব্যবসায়ীরা তাদের দোকানে দ্রব্যমুল্যের মূল্য তালিকা টানিয়ে না রাখার জন্য, যে কোন দ্রব্যের মূল্য ইচ্ছামত বৃদ্ধি সহ মুখে মাক্স না পড়ার অপরাধে ভ্রাম্যমান আদালত বসিয়ে ৩ হাজার টাকা জরিমানা আদায় করেন।