খুলনা জেলা শহরের উত্তর কোল ঘেঁষে ভৈরব নদী দ্বারা বিচ্ছিন্ন একটা দ্বীপাঞ্চল উপজেলা দিঘলিয়া। এ উপজেলার বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে নানা ধরনের সাউন্ড বক্সের খুবই কদর বেড়ে গেছে। উচ্চ শব্দে সাউন্ড বক্স না বাজালে যেন অনুষ্ঠান অপূর্ণাঙ্গ থেকে যায়। সেকারণেই এ উপজেলার বিভিন্ন গ্রামে নানা রকম সামাজিক অনুষ্ঠানে নানা রকম ও নানা সাইজের সাউ- বক্স ভাড়ায় এনে উচ্চ শব্দে বাজানো হচ্ছে। চলছে শব্দ দূষণের প্রতিযোগিতা। এসব সাউন্ড বক্সের গানের পাশাপাশি বিকট শব্দে স্কুল -কলেজে পড়ুয়া ছেলে-মেয়েদের পড়া-লেখার বিঘœ ঘটছে তেমনি বয়ষ্ক লোক ও রোগীদের বিড়ম্বনা পোহাতে হচ্ছে। এসব সাউন্ড বক্সের সামাজিক চাহিদার কারণে এলাকার হাটে -বাজারে গড়ে উঠেছে আলোক সজ্জা ও সাউন্ড বক্সের দোকান। এলাকার এ সাউন্ড সিস্টেম ব্যবসায়িদের বিকটাকার শব্দ দূষণের অত্যাচারে ভুক্তভোগী জনসাধারণের মাঝে একদিকে যেমন ক্ষোভের জন্ম দিচ্ছে,অপর দিকে তাঁরা প্রশ্ন তুলছে এসব সাউন্ড সিস্টেম ব্যবসায়িদের ব্যাপক শব্দ দূষণের আইনি অধিকার নিয়ে। বর্তমান সরকার শব্দ দূষণ রোধে যখনই নানা পদক্ষেপ গ্রহণ করছে,তখন এসব শব্দ দূষণকারী কর্মকা- বন্ধের কেন উদ্যোগ নেওয়া হচ্ছেনা। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ পরিবেশ বান্ধব সামাজিক সংগঠনগুলো কেন নিরব দর্শকের ভূমিকায় এটাই বিজ্ঞ মহলের জিজ্ঞাসা।নানা ফেরিওয়ালাদের বাহনে সাউন্ড সিস্টেম মালাই বিক্রেতাদের সাউন্ড সিস্টেম সহ সমাজে চলমান নানা শব্দ দূষণে সমাজের মানুষ আজ অতিষ্ঠ। ভুক্তভোগী জনসাধারণের জিজ্ঞাসা এ সকল শব্দ দূষণের কি কোনো প্রতিকার নেই?