কুয়েতে চার বছরের সাজাপ্রাপ্ত বাংলাদেশের এমপি পাপুলের বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি দূতাবাসকে। সাজা পাওয়ার ঘটনায় আপিল করা যাবে কিনা সেটিও স্পষ্ট নয়। রাষ্ট্রদূত জানিয়েছেন, এই ঘটনা বাংলাদেশের শ্রমবাজারে কোন প্রভাব ফেলবে না।
বাংলাদেশের লক্ষীপুর-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শহীদ ইসলাম পাপুলের কুয়েতে কারাদণ্ডের ঘটনা এখন আলোচনার কেন্দ্রবিন্দু। কুয়েতে পাচারের শিকার পাঁচ বাংলাদেশির অভিযোগের পরিপ্রেক্ষিতে পাপুলের বিরুদ্ধে মানবপাচার, অর্থপাচার ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মীদের শোষণের মামলা হয়।
মামলার ঘটনায় মারাফি কুয়েতিয়া কোম্পানির অন্যতম মালিক পাপুলকে গত বছরের ৬ই জুন গ্রেপ্তার করা হয়। এর ৭ মাস একুশ দিন ঘুষ দেয়ার ঘটনায় চারবছরের কারাদণ্ড দেয় কুয়েতের ফৌজদারি আদালত।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা মাজেন আল জারাহ এবং কুয়েতি দুই কর্মকর্তাকেও সাজা ও অর্থদণ্ড দেয়া হয়েছে। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান পাপুলের মামলার রায়ের বিষয়ে স্থানীয় পত্রিকার মাধ্যমে জানতে পারলেও আনুষ্ঠানিক কোন চিঠি পাননি বলে জানান।
তিনি বলেন, আমি যতটুকু জানতে পেরেছি সংবাদপত্রের মাধ্যমেই জেনেছি যে তাকে চার বছরের কারাদণ্ড এবং তিন মিলিয়ন দিনার জরিমানা করা হয়েছে। পাপুল ওই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন কি-না তা ওখনও পরিষ্কার নয়। এ বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত আমাকে জানানো হয়নি। আমাকে জানালে এই তথ্য দেশের কর্মকর্তাদেরও আমার জানাতে হবে।
কুয়েত প্রবাসী বাংলাদেশিদের প্রশংসা করে রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান বলেন, পাপুল ইস্যুতে কুয়েতে বাংলাদেশের শ্রমবাজারের নেতিবাচক প্রভাব পড়বে না। শ্রমবাজার নিয়ে বর্তমানে যে সমস্যাটা চলছে তার সঙ্গে এই সাবেক সংসদ সদস্যের কোন সম্পর্ক নেই, এটি করোনা মহামারির কারণেই হয়েছে।
এমপি পাপুলের বিরুদ্ধে আরও অন্তত তিনটি মামলা বিচারাধীন রয়েছে কুয়েতের আদালতে। এছাড়া বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন এরিমধ্যে পাপুল ও তার স্ত্রী সংরক্ষিত আসনের এমপি সেলিমা ইসলামের বিরুদ্ধে মামলা করেছে।