রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই চলাকালে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর কর্মীর ওপর হামলার ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে কাউনিয়া উপজেলার বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটোরিয়ামের সামনে থেকে তাদের আটক করা হয়। আটকরা হল, উপজেলার হারাগাছ থানার সারাই আমবাগান এলাকার মৃত আমিনুল ইসলামের ছেলে আকছানুল হাসান সোহাগ (৫৪), নিউ কাজিপাড়া গ্রামের সহিদার কবিরাজের ছেলে সিরাজুল ইসলাম (৪৫) এবং স্বতন্ত্র প্রার্থী এরশাদুল হকের ভাতিজা ঠাকুরদাস রহমান পাড়ার হাফিজুর রহমানের ছেলে সাফায়েত হোসেন (২২)। আটককৃতরা এক স্বতন্ত্র প্রার্থীর সমর্থক বরে স্থানীয় সুত্রে জানাগেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা সূত্রে জানাগেছে,বৃহস্পতিবার দুপুরের পরে বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটোরিয়ামে হারাগাছ পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই চলছিল। এ সময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র হাকিবুর রহমান মাস্টারের কর্মী পলাশ রহমানের ওপর স্বতন্ত্র প্রার্থী এরশাদুল হকের সমর্থকরা হামলা চালায়। এ ঘটনায় দু’পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ ওই ৩ জনকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কাউনিয়া থানার ওসি মাসুমুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পলাশ মামলা করেছেন। ৩জনকে আটক করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।
তবে এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী এরশাদুল হক কোন মন্তব্য করেন নি।
এদিকে প্রার্থীতা বাছাইকালে হলফনামায় তথ্য গোপনের অভিযোগে ইসলামি আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী জাহিদ হোসেন ও স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমানের প্রার্থীতা বাতিল করা হয়েছে। এ ছাড়া ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবদুল হালিমের মনোনয়ন বাতিল করা হয়।
এদিকে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, হলফনামায় তথ্য গোপন করায় মেয়র পদে দু’জন ও সাধারণ কাউন্সিলর পদে একজনের মনোনয়ন বাতিল করা হয়েছে।
এবারের নির্বাচনে মেয়র পদে কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, বর্তমানে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও হারাগাছ পৌর মেয়র হাকিবুর রহমান, বিএিনপির মোনায়েম হোসেন ফারুক, ইসলামি আন্দোলন বাংলাদেশের জাহিদ হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে আরিফুর রহমান ও পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক এরশাদুল হক মনোনয়নপত্র জমা দেন। এ ছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৫১ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন মনোনয়ন দাখিল করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী পঞ্চম ধাপে ২৮ ফেব্রুয়ারি হারাগাছ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রার্থিতা প্রত্যাহার ১১ ফেব্রুয়ারি এবং প্রতীক বরাদ্দ ১২ ফেব্রুয়ারি।