নোয়াখালী সেনবাগ উপজেলা ৮নং বীজবাগ ইউনিয়ন ছাত্রলীগ নেতা মামুন ও সাইদকে কুপিয়ে আহত এবং তাদের বাড়িতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবীতে উপজেলার মজুমদার হাট বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে সেনবাগ উপজেলা ছাত্রলীগ।
বুধবার রাতে উপজেলা ছাত্রলীগ সভাপতি ফিরোজ আলম রিগানের নেতৃত্বে মজুমদার হাট বাজারে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সময় মিছিলে উপস্থিত ছিলেন-বীজবাগ ইউনিয়ন ছাত্রলীগ আহ্বায়ক আবু সাফিন ,আওয়ামীলীগ নেতা জিয়াউল হক, যুবলীগ নেতা মাসুদ রানা, আবু নাছের সুমন, জাবেদুল আলম, যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন, মহিন উদ্দিন, জহুরুল ইসলাম সুজন, আমজাদ হোসেন, এমরান হোসেন, গিয়াস উদ্দিন রতন, হাসান, সাগর প্রমুখ। উল্লেখ্য গত সোমবার রাতে অতর্কিত ভাবে একদল সন্ত্রাসী ছাত্রলীগ নেতা মামুন ও সাইদের বাড়ীতে হামলা চালিয়ে তাদেরকে কুপিয়ে আহত করে।