রংপুরে ঠাকুরপাড়ায় হামলা চালিয়ে বাড়িঘর জ্বালিয়ে দেয়াসহ মালামাল লুট ও তান্ডবের ঘটনায় কোতয়ালি থানায় দায়ের করা মামলায় আরও ৫ আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে রংপুরের জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে আসামিরা জামিনের আবেদন করেন। আদালতের বিচারক মোঃ শাহিনুর শুনানী শেষে জামিন নামঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দেন। আসামিরা হল, আশরাফুল ইসলাম, মোসলেম উদ্দিন, শাহজাহান আলী, দেলোয়ার হোসেন,এসএম জোনায়েদ হোসেন।
আদালত সূত্রে জানাগেছে, ঠাকুরপাড়ার ঘটনায় গঙ্গচড়া ও সদর কোতয়ালি থানায় দুটি মামলা দায়ের করা হযেছিল। কোতয়ালি থানায় দায়ের করা মামলায় বৃহস্পতিবার ৫ আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করে। আদালত আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে ২৭ জানুয়ারি ৫ জন, ১৮ জানুয়ারি আরো ৬ আসামি আত্মসমর্পণ করলে তাদেরও জেল হাজতে পাঠানো। এ ছাড়া ৫ জানুয়ারি ওই মামলায় আরও ৪৪ জন আসামি আদালতে আত্মসমর্পণ কররে তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানো হয়। এ নিয়ে ঠাকুরপাড়ার ঘটনায় ৬০ আসামীর জামিন নাম্ঞুর করে তাদের জেল হাজতে পাঠানো হল।
এ্যাড শফি কামাল জানান, আসামিরা জামিনের আবেদন করলে বিচারক তা না মঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
উল্লেখ্য, ২০১৭ সালের ১০ নভেম্বর ফেসবুকে ধর্মীয় অবমাননা করে টিটু রায় নামে এক যুবক স্টাটাস দেওয়াকে কেন্দ্র করে হিন্দুপল্লী ঠাকুরপাড়ায় হামলা চালিয়ে অর্ধ শতাধিক বাড়িতে অগ্নিসংযোগ ও মালামাল লুট করা হয়। এ ঘটনায় রংপুরের গঙ্গাচড়া কোতয়ালি থানায় পৃথক দুটি মামলা হয়। পরে পুলিশ তদন্ত করে ২৬৮ জনের নামে চার্জশীট দাখিল করে। আদালত চার্জশীট গ্রহণ করে আসামিদের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করলে আসামিরা আদালতে আত্মসমর্পণ করে।