খুলনার পাইকগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে ৩০ বোতল ফেন্সিডিল সহ এক মহিলাকে আটক করেছে। বুধবার রাত আনুঃ আড়াইটার দিকে আটক রহিমা বেগম কে তার নিজ বাড়ী থেকে পুলিশ আটক করেছে। মাদক দ্রব্য বিক্রি আইনে তার নামে থানায় মামলা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার সোলাদানা ইউপির ভিলেজ পাইকগাছা গ্রামের মৃত্যু হাতেম শেখের ছেলে মো. মন্টু শেখ দীঘর্ দিন ধরে মাদক বিকিকিনি করে আসছিল। থানা পুলিশের এস আই তাকবীরের নেতৃত্বে বুধবার গভীর রাতে শিবসা ব্রিজ সংলগ্ন মহিলার বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে স্বামী মন্টু পালিয়ে যায় কিন্তু সে পালিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে গ্রেফতার হয়। গ্রেফতারকৃত আসামীর দেখানো মতে তাদের বসত ঘরের বারান্দায় সাদা ককসিটের ভিতরে রাখা ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজ শফী জানান, গোপণ সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ফেনসিডিলসহ আটক করা হয়। এ ঘটনায় মাদক নিয়ন্ত্রন আইনে থানায় মামলা হয়েছে।